মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মোঃ জালাল উদ্দিন। ৯ম দিনের মতো পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে BREB-PBS পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য, মানহীন ও নিম্নমানের মালামাল সরবরাহের কারণে অভিন্ন চাকরি বিধি ও চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকরি স্থায়ীকরনের দাবিতে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।
মঙ্গলবার ০৯ জুলাই ২০২৪ ইং, সমিতির প্রধান কার্যালয়ে ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারী এ কর্মবিরতিতে যোগ দেন। তারা ব্যানার ফেস্টুন নিয়ে সকাল ০৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অবস্থিত মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন। সর্বপ্রথম জাতীয় সংগীত পরিবেশনের করেন তারা, পরে শপথ বাক্য পাঠের মাধ্যমে এ কর্মবিরতি আরম্ভ করেন।
এ সময় বক্তব্য রাখেন, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম(প্রশাসন) ক্লিনটন তালুকদার, এজিএম(ওএন্ডএম) মেহেদী হাসান তালুকদার, এজিএম(অর্থ) ওয়ালিউর রহমান চৌধুরী, এজিএম(মানবসম্পদ) বিজয় পাল, এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মোঃ মুরাদ হোসেন, লাইনম্যান গ্রেড-১ মোঃ মহব্বত আলী, লাইনম্যান গ্রেড-১ মোঃ নজরুল ইসলাম, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার আনিসুজ্জামান মাসুমসহ কর্মকর্তা কর্মচারীগণ প্রমুখ।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকলেও জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানান তারা। ৯ম দিনের কর্মবিরতিতে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য গণস্বাক্ষর করেন। কর্মবিরতির অংশ হিসেবে তারা গতকাল রিডিং বই এবং কল সেন্টার এর মোবাইল ফোন জেনারেল ম্যানেজারের কাছে জমা প্রদান করেন।