হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সূর্যের লাশ ১ মাস ৫ দিন পর ময়ন্ তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।
আজ মঙ্গলবার সাকল ১০ টার দিকে ডাঙ্গাপাড়া কবর স্থান থেকে সহকারি কমিশনার ( ভূমি)র উপস্থিতি পুলিশ সৃর্যের লাশ উত্তোলন করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা হাকিমপুর থানার এসআই আরিফ হোসেন জানান, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হাকিমপুর থানার সৃর্য ও পাঁচবিবি থানার নাইমের পোড়া লাশ সাবেক পৌর মেয়র জামিল হোসেনের বাড়ি থেকে উদ্ধার করা হয়। সেসময় পুলিশের কর্মবিরতি চলায় এলাকাবাসী ময়ন্ তদন্ত ছাড়ায় তাদের লাশ দাফন করেন।
পরে ১৯ আগস্ট এ ব্যাপারে হাকিমপুর থানায় সুর্যের ভাই সুজন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তের স্বার্থে লাশের ময়না তদন্তের জন্য পুলিশ আদালতের আবেদন করে। আদালত সহকারি কমিশনার ( ভূমি) লায়লা ইয়াসমিনের উপস্থিতিতে সৃর্যের লাশ উত্তোলন করার নির্দেশ দেন। তাঁর উপস্থিতিতে আজ লাশের ময়না তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।