ডেইলি কাগজ পর্তুগাল সংবাদদাতা আশিকুর রাহমান বাবু তার এক বিবৃতিতে জানান, স্বপ্নের ইউরোপে যাওয়ার কিছু সুযোগ আছে। সম্প্রতি প্রতুগাল সরকার সারা পৃথিবী থেকে ৪ লাখেরও বেশি কর্মী নেবে বলে ঘোষণা দিয়েছেন। এখানে বলা বাহুল্য যে ইউরোপের অন্যান্ন দেশের লোকজন নিশ্চয় পর্তুগালে যাবে না চাকুরীর জন্য। তাছারা পর্তুগাল এর সর্ব নিন্ম বেতন অন্যান্ন ইউরোপিয়ান দেশের চেয়ে কম। কিন্তু বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের কর্মীরাই এখানে বেশী পরিমানে যাওয়ার প্রবনতা আছে। এ ছাড়া নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার ও কর্মী যাচ্ছে।
তাছাড়া, পর্তুগাল ই একমাত্র দেশ, যেখানে মাত্র ২ বছরের মধ্যেই যে কোন কর্মী পি আর সহ পাসপোর্ট পাওয়ার সম্ভবনা আছে। যাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আছে তারাই কেবল মাত্র জব সার্চ ভিসা ও সরাসরি চাকুরী নিয়ে পর্তুগাল যাওয়ার সুযোগ আছে। কিছু অদক্ষ শ্রমিক কৃষি কাজেও যাওয়ার সুজগ রয়েছে।
আমাদেশ দেশ থেকে প্রচুর ছাত্র, পর্তুগালে লেখাপড়ার জন্য যাচ্ছে। শুধুমাত্র পি আর পাওয়ার জন্যে পর্তুগাল কে বেচে নিচ্ছে। স্টুডেন্ট দের জন্য খুব ভাল সুযোগ সুবিধা রয়েছে।
সূত্রঃ নিজস্ব প্রতিনিধি