চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর অরক্ষিত বাগানবাড়ি হতে মো.ইউসুফ মিয়া (৬৫) নামের প্রাক্তন এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস সংলগ্ন এই বাগানবাড়ির পূর্ব পাশে রাউজান খাল দখল করে গড়ে ওঠা গরুর খামার হতে রক্তাক্ত লাশ উদ্ধার হয়। নিহত ইউসূফ রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আবদুল শুক্কুর মিয়ার বাড়ির প্রয়াত শামসু মিয়ার বড় ছেলে।
নিহতের ছোট ভাই মহিউদ্দিন বলেন, গতকাল (শনিবার) দুপুরে ফোন পেয়ে ঘর হতে বের হন বড় ভাই ইউসুফ। বেলা গড়িয়ে গেলে বাড়ি না ফেরায় এই বাগানবাড়িসহ সব জায়গায় খোঁজাখুঁজি করি। শনিবার রাত দুটো পর্যন্ত খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ি ফিরি। পরের দিন (রোববার) সকালে জানতে পারি লাশ সাবেক এমপি ফজলে করিমের বাগানবাড়িতে পাওয়া গেছে। আমরা ৩ ভাই ৫ বোনের মধ্যে ইউসুফ সবার বড়। তার এক ছেলে তিন মেয়ে রয়েছে। সবাই বিবাহিত। মেয়ে বিয়ের জন্য একটি এনজিও হতে কিছু ঋণ নিয়েছিল। ঋণের কিছু চাপ ছিল। তবে তিনি ঋণের কারণে আত্মহত্যা করেননি। তাকে কেউ মেরে ফেলেছে। পুলিশ জানিয়েছে তার মরদেহের মাথা, বাম হাত ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, নিহত ইউসুফ আগে মধ্যপ্রাচ্যে ছিলেন। সেখান হতে ফিরে প্রায় তিন বছর সাবেক এমপি ফজলে করিমের বাগানবাড়িতে চাকরি করেন। বছরখানেক আগে চাকরি ছেড়ে চাষাবাদ করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর বাগানবাড়ির একটি পরিত্যক্ত ঘর হতে একটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছি। এ বিষয়ে নিহতের ছেলে একটি এজাহার দায়ের করেছেন।