ডেইলি কাগজ দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি গত কাল জানুয়ারি নিউইয়র্কের ইকরা পার্টি হলে নিউইয়র্কে ও দেশে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখার জন্য কুষ্টিয়ার ৬ জন কৃতিসন্তানকে সন্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রাপ্তরা হলেন- কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক’র সাবেক সভাপতি ও বর্তমান ট্রাষ্টি বোর্ডের প্রধান, গ্রামীণ উন্নয়ণ ও কল্যাণ সমিতি দৌলতপুর কুষ্টিয়ার সভাপতি আসাদুজ্জামান, কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক’র ট্রাষ্টি বোর্ড সদস্য মোঃ রাশেদুল আলম, কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক-এর নব নির্বাচিত সভাপতি আশরাফুল আলম, কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক ট্রাষ্ট্রি বোর্ড সদস্য ও বাংলাদেশ এসেম্বেলি ইউএসএ’র সহ সভাপতি মোঃ সাজেজুল ইসলাম সুজন, কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক-এর ট্রাষ্টি বোর্ড সদস্য মোঃ মাসুদুল ইসলাম লিপু, কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক’র উপদেষ্টা আম্বিয়া বেগম।এসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৮, কুইন্স এর পক্ষ থেকে এসেম্বলীওমেন জেনিফার রাজকুমার এবং বন্ক্স কমিউনিটি বোর্ড-৯ ও বন্ক্স ব্যুরো প্রেসিডেন্টের পক্ষ থেকে মোহাম্মদ এন মজুমদার (এলএলএম, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত, চেয়ারম্যান কমিউনিটি বোর্ড -৯ বন্ক্স) ছয়জনের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলি, সভাপতি বাংলাদেশী আমেরিকান সোসাইটি, এরিয়া চেয়ারপার্সন কমিউনিটি বোর্ড-১২ কুইন্স, সূকরানী দানপাট, সাউথ এসিয়ান কমিউনিটি লেইজন, মোঃ হাফিজুর রহমান ল্যাফ্টানেন্ট নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট, ই্িঞ্জনিয়ার আব্দুল খালেক, ডাক্তার আমান উল্লাহ, হাজী সুজা উদ্দীন সেলিম, মোহামেদ হাফিজুর রহমান, মোঃ হালিম চৌধুরী, মোঃ কামরুজ্জামান, সাজিদ হাসান প্রলয়, রওশন হাসান সহ কমিউনিটির বিশিষ্টজন ও কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের সকল সদস্যবৃন্দ ।