ডেইলি কাগজ নান্দাইল (ময়মনসিংহ) বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ আমিনুল হক বুলবুল, তার এক সংবাদে জানান নান্দাইল, ময়মনসিংহে করোনাভাইরাস সংক্রমণ থেকে মানুষ যেন নিরাপদ থাকতে পারে সেজন্য ময়মনসিংহের নান্দাইলে মাস্ক বিতরণ করা হয়েছে। ১১ নং খারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিমের ব্যাক্তিগত উদ্যোগে এ মাস্ক বিতরণ করা হয়
সোমবার (২৬ জুলাই) বিকালে উপজেলার খারুয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার ১০ হাজার মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। এ সময় পথচারী, রিকশা,ভ্যান ও পণ্যবাহী পরিবহনের শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি তাদেরকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
দেওয়ানগঞ্জ বাজারে সোমবার বিকালে মাস্ক বিতরণের উদ্বোধন করেন আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো.ওয়ালিউল্লাহ। উদ্বোধন শেষে ৪০ জনের স্বেচ্ছাসেবী দল নিয়ে সাইকেল চালিয়ে সমগ্র ইউনিয়নে এ মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,দেওয়ানগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান।
মোহাম্মদ আমিনুল হক বুলবুল