গাজীপুরের শ্রীপুরে ১৫ বছরের সংসার জীবনের ইতি ঘটিয়ে ধর্ম ভাইয়ের হাত ধরে পালিয়েছে স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলশিক্ষকের স্ত্রী। গত আগস্ট মাসের ৩ তারিখে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্ৰামের মো. ফাইজুদ্দিন মাস্টারের স্ত্রী পরকিয়ায় লিপ্ত হয়ে ধর্ম ভাইয়ের হাত ধরে পালিয়েছে।
এ ঘটনায় শিক্ষক ফাইজুদ্দিন মাস্টার বাদী হয়ে কানিজ পাপিয়া রিফাত (৩০) ও রুহুল আমিনকে (৪০) অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, কিন্ডারগার্টেনের স্কুলশিক্ষক ফাইজুদ্দিন মাস্টার ২০০৯ সালে পারিবারিকভাবে ভালুকা উপজেলার জামিরদিয়া গ্ৰামের মোফাজ্জল হোসেনের মেয়ে কানিজ পাপিয়া রিফাতকে (৩০) বিয়ে করেন। দাম্পত্য জীবনে ফারিহা (১২) ও রায়হান (৪) নামে দুই সন্তানের জননী কানিজ পাপিয়া রিফাত। সংসার জীবন আনন্দময় হলেও হঠাৎ ধর্ম ভাইয়ের আগমনে ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটিয়ে পালিয়ে যায় কানিজ পাপিয়া রিফাত।
থানায় লিখত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি গ্ৰামের রুহুল আমিন ওরফে ধর্ম ভাইয়ের হাত ধরে পালিয়েছে। রুহুল আমিন জামিরদিয়া মাস্টার বাড়ি এস কিউ বিরিকিনা-২ ফ্যাক্টরির মেন্টেনেন্স ম্যানেজার হিসেবে কর্মরত। ফাইজুদ্দিন মাস্টার ও তার পরিবারের সদস্যরা গত শনিবার দিন জামিরদিয়া মাস্টার বাড়ি এস কিউ বিরিকিনা-২ ফ্যাক্টরির সামনে করেন অভিযুক্ত রুহুল আমিনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছে। জামিরদিয়া মাস্টার বাড়ি এস কিউ বিরিকিনা-২ ফ্যাক্টরিতে কর্তব্যরত অফিসার বলেন, আমরা বিষয়টি আমলে নিয়েছি যাচাই বাছাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহণ করব ।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।