চট্টগ্রাম সংবাদ বিভাগীয় প্রধান
দুই সন্তান মিলে বৃদ্ধ বাবাকে খুনের ঘটনা ঘটেছে চট্টগ্রামের কর্ণফুলীতে। খুন হওয়া সেই হতভাগ্য পিতা হলেন নুরুল হক চৌধুরী (৬৫)।
জানা গেছে, জানা গেছে, সপ্তাহ খানেক আগে নিহতের দুই সন্তান নেজাম উদ্দিন (৩৩) ও মিজানুর রহমান (২৫) প্রবাস থেকে দেশে আসে। দেশে আসার পর থেকে পিতা-পুত্রের মধ্যে পারিবারিক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝগড়াঝাটিও হয়।
বুুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর (৬ নম্বর ওয়ার্ড) ঘোয়াল বাপের এলাকায় এ ঘটনা ঘটে।
এক প্রতিবেশি জানান, বুধবার সন্ধ্যার দিকে ঘরের দরজা বন্ধ অবস্থায় পিতা-পুত্রের মাঝে ঝগড়াঝাটি শোনা যায়। এক পর্যায়ে ঘরের মধ্যে চিৎকারে ছুটে এসে দেখা যায় ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে পিতা নুরুল হক চৌধুরীর দেহ। সাথে সাথে আমরা দ্রুত পুলিশ প্রশাসনকে খবর দিই। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আমাদের একটি টিম ঘটনাস্থলে এসে পৌঁছেছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।