1. hnmahmud69@gmail.com : Hassan Nur Mahmud : Hassan Nur Mahmud
  2. mdjalalu874@gmail.com : Md Jalal Uddin : Md Jalal Uddin
  3. mdjosimuddinety@gmail.com : Md Josim Uddin Ety : Md Josim Uddin Ety
  4. dainikkagoj@gmail.com : ডেইলি কাগজ : Hassan Nur Mahmud
  5. mdsanu.dimla@gmail.com : Mohammad Ali Sanu : Mohammad Ali Sanu
  6. m.setu1991@gmail.com : Mahbubuzzaman Setu : Mahbubuzzaman Setu
  7. ashrafulislamkhokonboda@gmail.com : Kuil Islam Sihat : Kuil Islam Sihat
  8. zulhajulnews@gmail.com : Zulhajul Kabir : Zulhajul Kabir
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ অপরাহ্ন

জননেত্রী শেখ হাসিনা চতুর্থবারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মান্দায় আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।

মাহাবুব উজ্জামান সেতু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

ডেইলি কাগজ নওগাঁ জেলা সংবাদদাতা মাহবুব উজ্জামান সেতু জানান, ঙ্গবন্ধু কন্যা জ ননেত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আনন্দ র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহ স্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার প্রসাদপুর বাজার গোলচত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ ক টি আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রসাদপুর চা রমাথার মোড় গোল চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পূণরায় কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এসে আনন্দ র‌্যালিটি শেষ হয়। এর আগে নব নির্বাচিত এমপি উপ জেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সংঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও আই ন শৃঙ্খলা কমিটির মাসিক সভা, সাধারণ সভা এবং শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুর স্কার বিতরনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

 

প্রসাদপুর বাজার গোলচত্ত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটি,৪৯ নওগাঁ-৪ মান্দা এর আহবায়ক খলিলুর রহমান। এসময় মান্দা উপ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসে বে বক্তব্য রাখেন, ট্রাক প্রতীকের নব-নির্বাচিত স্বতন্ত্র এমপি ও নওগাঁ জেলা আওয়ামী লী গের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম ব্রহানী সুলতান মামুদ (গামা)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আ ব্দুল লতিফ শেখ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বে চ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নওসাদ আলী, স্বেচ্ছাসেব ক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, ৬নং মৈনম ইউনিয়ন পরিষ দের চেয়ারম্যান আনিছুর রহমান এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমূখ।

 

এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, জেলা পরিষদের সদস্য আব্দুল মজিদ, উত্তরা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুর রহমান, ১২ নং কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম এবং ভারশোঁ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাজ হোসেন আলী প্রমূখ। এসময় আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নব-নির্বা চিত এমপি এসএম ব্রহানী সুলতান মামুদ (গামা) বলেন, মান্দা উপজেলাকে দূর্নীতি মুক্ত, স্মার্ট ও একটি মডেল উপজেলা হিসেবে রুপান্তরিত করতে চাই। তার দাবি যে, একজন আবাসিক এমপি হিসেবে এ উপজেলার জন্য যা যা করার সবই করবেন তিনি। এজন্য দ লমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগীতা এবং দোয়া কামনা করেছে।

 

সমাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ এই বিভাগের
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting