বিশেষ প্রতিবেদক :
আজ ১৬ই সেপ্টেম্বর রোজ সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ) পালন করা হবে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে। ৫৭০ হিজরিতে রবিউল আওয়াল মাসের ১২ তারিখে রোজ সোমবার সুবহে সাদিকের সময় মরুর বুকে ফুটেছিল এক ফুল। তিনি মুসলিম মিল্লাতের রাসুল। আব্দুল্লাহর পেশানিতে মা আমিনার কোলে জন্ম নেওয়া শিশুটির নাম হযরত মুহাম্মাদ (সাঃ)। যদিও রাসুলের জন্ম তারিখ নিয়ে কিছু মতনৈক্য আছে।
তবু সকল মতের উর্ধে ১২ই রবিউল আওয়ালকেই প্রাধান্য দেওয়া হয়। এই দিনটিকে কেউ কেউ সীরাতুন্নবীও বলে। আবার কেউ কেউ বলে বিদয়াত। বাংলাদেশ কওমী আলেমগন ঈদে মিলাদুন্নবীকে বিদয়াত বলেন। তরীকা পন্থী পীর মাশায়েখগন ঈদে মিলাদুন্নবীকে ঘটা করে পালন করেন। জুসনে জুলুস করেন, র্যালি করেন। রাসুল (সাঃ) রওজামুবারকে সালাম পেশ করেন। এবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয় ধর্ম মন্ত্রণালয় থেকে। রাসুলের জন্মদিন নানা ভাবে উদযাপন করে উম্মতে মুহাম্মাদী। কেউ রোজা রাখেন আবার কেউ কেউ সারারাত জেগে ইবাদত করেন। বিভিন্ন দরবার থেকে শুরু করে রাস্থাঘাট নানা বর্ণে সজ্জিত করে। ১২ই রবিউল আওয়াল জন্ম তারিখ নিয়ে মতনৈক্য থাকলেও তাঁর ওহাবের তারিখ নিয়ে কারও কোন দ্বিমত নেই।