ডেইলি কাগজ ইবি প্রতিনিধি ইদুল হাসান তার এক প্রতিবেদনে জানান যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ময়মনসিংহ জেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বদরুল আলম পিয়াসের সঞ্চালনায় এবং সংগঠনটির সভাপতি সামিউল ইসলাম সামির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএসসিসির পরিচালক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল। বিশেষ অতিথি ছিলেন ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক হাফিজুল ইসলাম এবং আইন বিভাগের অধ্যাপক ড. শাহাজাহান মন্ডল।
এছাড়াও এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহকারী জজ সাকিব আহমেদ ইমন এবং এ বি এম রিজওয়ান উল ইসলামসহ সংগঠনটির অর্ধ-শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ সানি।
পরে সংগঠনটি ময়মনসিংহ জেলা থেকে আগত ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী, ফাইল ও কলম দিয়ে বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সম্মাননা স্মারক ত্রুেস্ট প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল বলেন, ”জেলা কল্যাণের উদ্দেশ্যই হচ্ছে ছাত্রদের কল্যাণে কাজ করা। ছাত্রদের সার্বিক সমস্যার সমাধানে এগিয়ে আসা। এজন্য নবীনদের জেলা কল্যাণের সাথে যোগাযোগ বাড়াতে হবে। এতে পারস্পরিক হৃদ্যতা, ভ্রাতৃত্ব,ভালোবাসা দৃঢ় হবে।”
শূত্রঃ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি